প্রকাশিত: Mon, Feb 27, 2023 4:34 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:22 PM

চট্টগ্রামে নারী সহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, কনস্টেবল রিমান্ডে

কামাল পারভেজ: অভিযুক্ত রুবেল মিয়া কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পুলিশে চাকরির সুবাদে দুজনের পরিচয় থেকে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এর ধারাবাহিকতায় রুবেল কৌশলে ওই নারী পুলিশ সদস্যকে নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নারী পুলিশ সদস্যকে ব্ল্যাকমেইল করতে চান।

ভুক্তভোগী নারী রুবেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ১৮ ফেব্রুয়ারি ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে চাঁন্দগাঁও থানা পুলিশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব